কম্পিউটার চিপম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী এমন একটি গর্ভনিরোধক কম্পিউটার চিপ আবিষ্কার করেছেন, যা দূরনিয়ন্ত্রিত যন্ত্রের সাহায্যে চালনা করা যায়। নতুন আবিষ্কৃত এই চিপটি পরীক্ষামূলকভাবে একজন নারীর ত্বকের নিচে স্থাপন করা হয়েছে। এখন তার শরীর থেকে অল্প পরিমাণে লেভোনরজেস্ট্রেল হরমোন নিঃসরণ হচ্ছে। এভাবে ১৬ বছর ধরে প্রতিদিন তার শরীর থেকে হরমোন নিঃসরণ ঘটবে। তবে দূরনিয়ন্ত্রিত যন্ত্রের সাহয্যে এই নিঃসরণ আবার যেকোনো সময় বন্ধও করা যাবে। বিজ্ঞানীরা জানান, চিপটির ভেতরে ১ দশমিক ৫...

